নতুন দিল্লী:
ঈশ্বরের আবাস হিসেবে পরিচিত হরিয়ানা, ঋষিদেরও আবাসস্থল। প্রাচীনকালে বেশীর ভাগ বড় বড় সাধু-সন্ত, মুনি-ঋষিরা এখানেই অবস্থান করে তপস্যা করেছিলেন। স্বয়ং ভগবান কৃষ্ণ হরিয়ানার কুরুক্ষেত্রে গীতার জ্ঞান দিয়েছিলেন। সনাতন সংস্কৃতির হারিয়ে যাওয়ার মন্দির গুলোকে প্রচারের প্রতিষ্ঠায় আমাদের “জানে আপনে মন্দির” – এর টিম হরিয়ানায় কেথল জেলার কউল গ্রামে পৌঁছে এমন এক পবিত্র স্থানের দর্শন পেয়েছে যেখানে স্বয়ং ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার কপিল মুনি তপস্যা করেছিলেন। সেই পবিত্র তীর্থযাত্রার প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা।
ভাগবত গীতায় কপিলমুনির সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেন, ” সিদ্ধদের মধ্যে আমি কপিল।”